রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শৈলকুপায় মনিবের ইশারায় নাচল সাপ

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় মনিবের ইশারায় নাচল সাপ

ঝাপান খেলায় সাপের নৃত্য

ঝিনাইদহের শৈলকুপায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিএলকে স্কুল প্রাঙ্গণে এ খেলার আয়োজন করেন এলাকাবাসী। বিষধর সাপ নিয়ে খেলা দেখতে স্কুল প্রাঙ্গণে ভিড় করেছিল শত শত মানুষ। দর্শকদের হাততালি আর উল্লাসে খেলা দেখাতে ব্যস্ত সাপুড়েরা। বাদ্যের তালে তালে ঝুড়ি থেকে বেড়িয়ে আসে ভয়ঙ্কর গোখরা সাপ। উপস্থিত শত শত দর্শকের করতালি একটুও বিচলিত করতে পারে না ফণা তুলে এই নাচিয়েকে। মনিবের ইশারা ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দিয়েছে, শুধু মানুষকে আনন্দ দেওয়ার খেলা নয় বরং আজ মর্যাদার লড়াই। ৭টি সাপুড়ে দলের শতাধিক সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত।

সর্বশেষ খবর