রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা আরও সহজ করা হবে

—অভিজিৎ চট্টোপাধ্যায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা আরও সহজ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগের ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ভারতের মোহদীপুরে পাসপোর্ট-ধারীদের হয়রানি প্রসঙ্গে অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, সব কর্মচারীই সমান নয়, তবে পাসপোর্টধারী যাত্রীদের যেন হয়রানি করা না হয়—সে জন্য ইমিগ্রেশন ও কাস্টমসকে বন্ধুসুলভ আচরণ করতে পরামর্শ দেওয়া হবে। চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহিদুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টুু, বাস মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট লুত্ফর রহমান ফিরোজ, আমদানিকারক আকবর আলী, রপ্তানিকারক আলমগীর হোসেন, আবদুল হান্নান প্রমুখ। বক্তারা বলেন, ভারতের ট্রাক বাংলাদেশে প্রবেশের পর দ্রুত মাল খালাস করে আবার তা ভারতে ফেরত পাঠানো হয়। অথচ বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে ভারতে গেলে বিভিন্ন অজুহাতে তা ৫ থেকে ৭ দিন আটকে রাখা হয়। বক্তারা এ কারণে ভারতে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানান।

সর্বশেষ খবর