রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইউপি সদস্যের বীজ উপড়ে ফেললেন চেয়ারম্যান

বরগুনার প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোড় গ্রামে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এক ইউপি সদস্যের জমির আমন বীজ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সরিষামুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবু জাফর অভিযোগ করেন, ১৫ একর ৮৬ শতাংশ জমি নিয়ে সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা চলছে। বিরোধীয় জমির ১০ একর প্রতিপক্ষ বাদল গং দের দখলে আর বাকি ৫ একর ৮৬ শতাংশ আমাদের দখলে। বেতাগী থানায় ২০১৩ সালে উভয় পক্ষ যার যার  ভোগদখলীয়  জমি আদালতের রায় না হওয়া পর্যন্ত ভোগ দখলের অঙ্গীকার নামায় স্বাক্ষর করে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা  গেছে, আবু জাফর গংদের ভোগদখলীয় জমির মোটা আমন চারা উপড়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের উপস্থিতিতে ৭ জন ইউপি সদস্য ও চৌকিদারের নেতৃত্বে আমন চারা উপড়ে ফেলা হয়েছে।  বেতাগী থানার এস আই সবুর বলেন, ক্ষতিগ্রস্তরা মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দার তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, স্থানীয়ভাবে জমি নিয়ে বিরোধের জেরে আমন বীজ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে আমি শুনেছি। শালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হবে।

সর্বশেষ খবর