Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ অক্টোবর, ২০১৬ ২৩:৩৫
সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে কারচাপায় আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এছাড়া রংপুর, বরিশাল ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানা এলাকায় কারচাপায় হাসান নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। হাসান ওই এলাকার বুলু মিয়ার ছেলে। ঘাতক কার ও চালককে আটক করা হয়েছে। রংপুর : কাউনিয়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে খাদে পড়ে চালক পলাশ নিহত হয়েছেন। তার বাড়ি কুড়িগ্রামের পাঁচগাছী এলাকায়। গতকাল সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। বরিশাল : গৌরনদী উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকায় মালবাহী পিকাপ উল্টে গতকাল ফার্নিচার ব্যবসায়ী ঠাকুর মণ্ডল নিহত হয়েছেন। ঠাকুর মণ্ডল মাদারীপুরের শিবচর উপজেলার গুয়াগাছা দত্তপাড়ার বিন্দাবন মণ্ডলের ছেলে। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুরে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ওই ট্রাকের হেলপার ফিরোজ হোসেন। ফিরোজের বাড়ি দর্শনা বাজারপাড়ায়। লক্ষ্মীপুর : রায়পুর উপজেলার রাখালিয়া রবিদাসের পোলের গোড়া নামক স্থানে গতকাল ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরিফ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow