রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নরসুন্দা নদী পুর্নখনন প্রকল্প ‘প্রশ্নবিদ্ধ’

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নরসুন্দা নদী পুর্নখনন প্রকল্পে উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছে ‘নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ’। শহরের বিজয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের আহ্বায়ক সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর। পুর্নখনন প্রকল্প বাস্তবায়নে উচ্ছেদ প্রক্রিয়াকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে সেলিম কবির বলেন, বৈধ কাগজপত্র থাকার পরও অনেককে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। অথচ অনৈতিক সুবিধা নিয়ে অবৈধ দখলদারদের পাশ কাটিয়ে গেছে প্রশাসন। তিনি অভিযোগ করেন— নদীর জায়গায় প্রতিষ্ঠিত প্রভাবশালীদের প্রতিষ্ঠান ছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে গড়ে তোলা স্থাপনা সুকৌশলে রক্ষা করা হয়েছে। আর সাধারণ ব্যবসায়ীদের অমানবিকভাবে উচ্ছেদ করা হয়েছে। সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, জেলা বারের সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ফারুকী ছাড়াও ক্ষতিগ্রস্তদের অনেকে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবির পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং ডিপিপি অনুযায়ী নরসুন্দা প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করা হয়। উল্লেখ্য, ১১০ কোটি টাকা ব্যয়ে নরসুন্দা পুর্নখনন ও পুনর্বাসন প্রকল্পটি ২০১২ সালে শুরু হয়। আগামী ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই।

সর্বশেষ খবর