রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় শেষ হল কবি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা দিয়েছে বগুড়া লেখক চক্র। দুই দিনব্যাপী কবি সম্মেলনের শেষ দিনে গতকাল তাদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার। উদ্বোধন করেন কবি আমিনুল ইসলাম। সম্মাননাপ্রাপ্তরা হলেন কবিতায় গোলাম কিবরিয়া পিনু, সাংবাদিকতায় ওয়াসিকুর রহমান বেচান, লোকসাহিত্যে ড. বেলাল হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় আবদুল মান্নান স্বপন ও প্রকাশনায় কালিপদ সেন টিপু। কবি রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার আলম তালুকদার, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শামস উল আলম, কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি আরিফুল হক কুমার, কবি শিবলী মোকতাদির প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। কবি সম্মেলনের এবারের স্লোগান ‘উগ্রবাদের বিরুদ্ধে কবিতা’। প্রথম দিন উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কবি বজলুল করিম বাহার। উদ্বোধনী সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। কবি সম্মেলন উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ, সেমিনার, শুভেচ্ছা বক্তব্য, আবৃত্তি, পাঠকের মুখোমুখি সাহিত্য সম্পাদক, বাংলাদেশের ছোটগল্প নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর