রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বস্তায় নড়ে উঠল স্কুলছাত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১০ বছরের এক মাদ্রাসাছাত্রকে অপহরণের পর বস্তাবন্দী করে অন্যত্র নেওয়ার সময় ভাগ্যক্রমে বেঁচে যায় । বস্তার ভেতরে নড়েচড়ে উঠলে আশপাশের লোকজন টের পান। এ সময় ওই ছাত্রকে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। ঘটনাটি ঘটে গতকাল বিকালে। মারুফ ফতুল্লার গাবতলী মাজার এলাকার ভাড়াটিয়া আবদুল হাদিরের ছেলে ও গাবতলী হোসাইনিয়া মাদ্রাসার ছাত্র। মুন জানায়, কয়েকদিন ধরে অপরিচিত এক ব্যক্তি তাকে প্রায়ই অনুসরণ করতো। শনিবার দুপুরে বাসা থেকে খাবার খেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ব্যক্তি পেছন থেকে তার নাকে রুমাল দেওয়ার পরই সে জ্ঞান হারিয়ে ফেলে। বিকালে শহরের চাষাঢ়া রেল স্টেশনের সামনে থেকে লোকজন বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে। মুনের বাবা আব্দুল হাদি জানান, বস্তায় নড়াচড়া করার কারণে স্টেশনের লোকেরা সেটি খুলে মুনকে দেখতে পায়। সে সময় ও কথা বলতে পারছিল না। পরে ঠিকানা দিলে উদ্ধারকারীরা তাকে বাসায় দিয়ে যায়। ঝামেলা এড়াতে এ বিষয়ে থানায় যেতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘ছেলে ফিরে এসেছে। পুলিশ দিয়ে আর কি করব।’

সর্বশেষ খবর