রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

লক্ষ্মীপুরে কলেজছাত্রীর ওপর সন্ত্রাসী হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

স্ত্রীর মর্যাদা দাবি করায় লক্ষ্মীপুরে ফারহানা আক্তার নামে এক কলেজ ছাত্রীকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে শহরের শাখারীপাড়া এলাকায় ফারহানার ওপর হামলা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ফারহানা এখন আশঙ্কামুক্ত। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাবনার ভাঙ্গুরা এলাকার আবদুর রহমান খানের মেয়ে ফারহানা ডিগ্রি পরীক্ষার্থী। চিকিৎসাধীন অবস্থায় ফারহানা বলেন, লক্ষ্মীপুরের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে সেইভ দ্যা চিলড্রেন এর মা-মনি প্রকল্পের কর্মী ছিলেন তিনি। শাখারীপাড়া ছোটপুল এলাকায় সবিতা রানী নামে এক ভিজিটরের বাসায় থাকতেন ফারহানা। পাশাপাশি লক্ষ্মীপুর সরকারি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা দিচ্ছিলেন। কর্মস্থলে থাকতে বিএমএর সভাপতি এবং লক্ষ্মীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডা. আশফাকুর রহমান মামুনের সঙ্গে আড়াই বছর আগে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২৭ ডিসেম্বর ৩০ লাখ টাকা দেনমোহরে সিলেটের সুরমা ভ্যালী রেস্ট হাউসে বিয়ে হয়েছে। ফারহানার অভিযোগ, বিয়ের পর স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে ডা. আশফাক তার কাবিননামা ছিঁড়ে ফেলেন। ফারহানাকে তিনি চাকরি ছেড়ে লক্ষ্মীপুর থেকে চলে যেতে বলেন। না গেলে মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেন।

সর্বশেষ খবর