সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

সচেতনতামূলক কর্মশালা

ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সচেতনতামূলক কর্মশালা গতকাল গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মলাশার উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন— আজিজ তাহের খান, রাসেল শেখ।  কর্মশালায় জানানো হয়, দেশের সব জেলায় গঠন করা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাকটর ফোরাম। জেলা পর্যায়ের টেন্ডারার ও ক্রয়কারী কর্মকর্তারা এ ফোরামের সদস্য। সরকারি ক্রয় সংস্থা ও টেন্ডারারগণ এ ডিজিটাল ক্রয় ব্যবস্থায় ইতিবাচক সাড়া দিয়েছে এবং সাদরে গ্রহণ করেছে। —গাজীপুর প্রতিনিধি

প্রতিপক্ষের হামলায় দুই আ.লীগ কর্মী আহত

নোয়াখালীর হাতিয়া পৌরসভার চরকৈলাশ গ্রামের ব্রিকফিল্ড বাজার এলাকায় গতকাল দলীয় প্রতিপক্ষের হামলায় দুই আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের চিৎকারে আশপাশের লোক এসে হামলার শিকার দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন— আরিফ উদ্দিন ও হেলাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক অলি উল্লাহ সমর্থিত দুই কর্মী দুপুরে উপজেলা বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ব্রিকবাজার এলাকায় প্রতিপক্ষ একই দলের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আহত হন আরিফ ও হেলাল নামের ওই দুই কর্মী। —নোয়াখালী প্রতিনিধি

বাফুফে রেফারিকে মারধর

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি আরিফুর রহমানকে মারধর করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা খেলার সরঞ্জাম, নগদ ৬ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। একটি ফুটবল ম্যাচ পরিচালনা শেষে শনিবার সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া পৌরতলা বাসস্ট্যান্ডে এই হামলা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সদর উপজেলার সুহিলপুর খেলার মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনাল খেলা পরিচালনা করেছিলেন আরিফুর রহমান। খেলা শেষে ঢাকায় ফেরার পথে পৌরতলা বাসস্ট্যান্ডে আসলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সদর মডেল থানার ওসি মঈনুর রহমান বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর