Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ২৩:৩৯
বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বগুড়ায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে শহরের শিববাটি এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন ওই এলাকার বিশা মণ্ডলের ছেলে মোস্তফা (৫০) ও তার স্ত্রী ডলি বেগম (৪২)। এ ছাড়াও জনি (২৬)  নামে তার ভাতিজা আহত হয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ চক্রবর্তী জানান, সোমবার বেলা ২টায় ডলি বেগম গোসল করে কাপড় শুকানোর জন্য ভেজা কাপড়টি তারে দিতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হন। এ সময় তার স্বামী মোস্তফা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করার জন্য ভাতিজা জনি এগিয়ে এলে সে আহত হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow