Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ২৩:৪৪
নেত্রকোনায় ৫ শিক্ষার্থী নিখোঁজ, জিডি
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শিক্ষার্থী গত ১০ দিন ধরে নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। উপজেলার জালশুকা কুমোদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির তিন শিক্ষার্থী  আরিফ মিয়া (১৪), মো. হৃদয় মিয়া (১৩),  রবিকুল ইসলাম (১৩) এবং শালদীঘা তালিমাত-ই-ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র বেলাল হোসেন (১৫) ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নয়ন মিয়া (১৪) নিজ নিজ প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে গত ১ অক্টোবর তারা নিখোঁজ হয়।

  জিডির ভিত্তিতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। প্রত্যেক শিশু মহিষবেড় গ্রামের পাশাপাশি বাড়ির। তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই নজরুল ইসলাম জানায়, শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার দিন শ্যামগঞ্জ রেলস্টেশন থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনে ওঠেছে বলে স্থানীয়রা দেখতে পেয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, নিখোঁজ ৫ জনের মধ্যে ২ জন আগেও নিখোঁজ হয়েছিল। পরবর্তীতে ১৫/২০ দিন পর ঘুরে ফিরে আবার বাড়িতে আসে বলেও জানা যায়। বিষয়টি ভালোভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।   নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করার জন্য পুলিশের একটি টিম সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই পাতার আরো খবর
up-arrow