বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইন্দোনেশিয়ার ১০ বগি পার্বতীপুরে

দিনাজপুর প্রতিনিধি

ইন্দোনেশিয়ার ১০ বগি পার্বতীপুরে

পার্বতীপুরে নতুন ১০ বগি

দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন লাল-সবুজ যাত্রীবাহী কোচ (বগি) ১০টি ব্রডগেজ কোচের চালান দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌঁছে। যাত্রীবাহী কোচগুলো বিভিন্ন রেলরুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে। গতকাল বিকাল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এসে বগিগুলো পৌঁছেছে। পরে রাত ৮টায় সেগুলো যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংযুক্তির উপযোগী করার উদ্দেশ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। জানা যায়, ১০টি কোচের মধ্যে ১টি এসি বার্থ, ৩টি এসি চেয়ার, ৬টি শোভন শ্রেণির চেয়ার কোচ ছাড়াও ১টি পাওয়ার কার রয়েছে। এ ব্যাপারে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল সাংবাদিকদের বলেন, ঢাকাসহ রেলের পশ্চিম জোনে ৩০টি ব্রডগেজ আন্তঃনগর ট্রেন চলাচল করে। ইন্দোনেশিয়া থেকে আমদানিকরা যাত্রীবাহী কোচগুলো এসব আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে।

সর্বশেষ খবর