Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ অক্টোবর, ২০১৬ ২৩:৩৬
সমস্যার শেষ নেই ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে
প্রতিষ্ঠার পর থেকে অধ্যক্ষ নেই
ফেনী প্রতিনিধি

শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। দেশের একমাত্র কম্পিউটার ইনস্টিটিউটে এ বছর টেলিকমিউনিকেশন নামে নতুন বিভাগ চালু হলেও নিয়োগ দেওয়া হয়নি কোনো শিক্ষক। ফলে শিক্ষার্থীরা পড়েছেন অনিশ্চয়তায়। এছাড়া প্রতিষ্ঠার পর থেকে অধ্যক্ষ নিয়োগ হয়নি এই প্রতিষ্ঠানে। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক স্বল্পতাসহ বিভিন্ন সমস্যার কথা লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ২০০৫ সালে প্রতিষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীর ৭৪টি পদের বিপরীতে রয়েছেন ২০ শিক্ষক ও ২৫ জন কর্মচারী। অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টরসহ গুরুত্বপূর্ণ বহু পদ খালি দীর্ঘদিন ধরে। আগের দুটি বিভাগের সঙ্গে নতুন টেলিকমিউনিকেশন বিভাগ চালু হলেও দেওয়া হয়নি শিক্ষক নিয়োগ। এই বিভাগে ১২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যাদের পাঠদান করানো হয় অন্য বিভাগের শিক্ষক দিয়ে। ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং’র শিক্ষার্থী আবু তালেব জানান, আটটি সেমিস্টারে অধ্যয়নরত প্রায় এক হাজার ছাত্রের জন্য প্রতিষ্ঠানে নেই খেলার মাঠ ও শহীদ মিনার। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে লেখাপড়া করলেও তাদের জন্য নেই হোস্টেলের সুব্যবস্থা। অনেকেই থাকছেন বিভিন্ন ভাড়া বাসা-বাড়ি বা ম্যাচে। কিছু শিক্ষার্থী হোস্টেলে থাকলেও সেখানকার পরিবেশ বেহাল। প্রত্যেক কক্ষে চারজনের পরিবর্তে রয়েছেন ৮-১০ জন।

এই পাতার আরো খবর
up-arrow