বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৫

প্রতিদিন ডেস্ক

নওগাঁয় বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হবিগঞ্জের মাধবপুর, ফরিদপুরের ভাঙ্গা ও নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর— নওগাঁ : বদলগাছী উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত ও আহত হয়েছেন সাতজন। উপজেলা সদরের চৌরাস্তার মোড় এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— চাকরাইল গ্রামের আবদুল্লাহর ছেলে অটোরিকশা চালক শুকুন আলী ও জগন্নাথপুর গ্রামের আফছার আলীর ছেলে গাজিমুদ্দীন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে আবদুর নুর নামে এক চালক নিহত হয়েছেন। গতকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতের আবদুর নুরের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায়। আহতদের পাঠানো হয়েছে ঢাকায়। ভাঙ্গা : ফরিদপুরে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী জসিম ও আশিক। নিহত মারুফ উপজেলার পল্লীবেড়া গ্রামের লতিফ চোকদারের ছেলে। সোমবার রাতে পূজা দেখে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আহত দুই জেএসসি পরীক্ষার্থীর একজন সোমবার সন্ধ্যায় রংপুর মেডিকেলে মারা গেছে। তার নাম আকতারা মনি। সে উপজেলার খলিফাপাড়ার আকতারুল ইসলামের মেয়ে। আহত ছাত্রী বাবলী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়েছিল তারা।

সর্বশেষ খবর