বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অটোরিকশার শহর দিনাজপুর বাড়ছে যানজট, দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

অটোরিকশার শহর দিনাজপুর। বৈধতা না থাকলেও প্রতিদিনই বাড়ছে অটোর সংখ্যা। শহরের প্রতিটি অটো বিক্রির দোকান থেকে প্রতিদিন গড়ে ৩/৪টি অটো বিক্রি হয়। এছাড়া অদক্ষ চালক আর প্রশাসনের উদাসীনতায় ইচ্ছামতো চলছে অটোগুলো। ফলে শহরের সবসময়ই যানজট লেগে থাকে। আর এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষও উদাসীন। অটোর নিয়ন্ত্রণ তাদের হাতে নেই বলে জানায়। বিআরটিএ’ও বলছে একই কথা। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, দিনাজপুর শহরে প্রায় ১৬ থেকে ১৭ হাজার অটোরিকশা চলছে। চালকদের ট্রাফিক সিগন্যাল না মানা এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করায় শহরে যানজট বেড়েই চলছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। সম্প্রতি অটো রিকশার ধাক্কায় প্রীতিলতা নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, কয়েক বছর আগেও পায়ে হেঁটে চলাচল করা যেত। কিন্তু এখন অটোসহ বিভিন্ন যানবাহনের কারণে পথচারীদের হেঁটে চলাচল খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর