বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিধবা নূর বানুর মানবেতর জীবন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

নূর বানু (৫৫) এক অসহায় বিধবার নাম। বদরগঞ্জ পৌরশহরের পশ্চিম কোণে শাহাপুর মণ্ডলপাড়া মহল্লায় তার বাস। স্বামী মারা যাওয়ার পর উপার্জনক্ষম এক সন্তানকে নিয়ে কষ্ট করে কোনো রকমে দিনানিপাত করছিলেন। ছেলে নূর মোহাম্মদ বদরগঞ্জ নতুন বাজারের এক ইলেকট্রিকের দোকানে কাজ করেন। তার আয় দিয়েই চলে মূলত অসহায় বিধবা নূর বানুর সংসার। অথচ তার উপার্জনক্ষম সন্তান মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে। তার শোকে অনাহার-অর্ধাহারে নূর বানু এখন বিছানায় শয্যাশায়ী। জানা যায়, নূর বানুর ছেলে নূর মোহাম্মদ পৌর শহরের একটি ইলেট্রনিক্সের দোকানে কর্মচারি হিসেবে কাজ করত। গত ২ অক্টোবর তার দোকানে নষ্ট ঘড়ি ভালো করতে এসে রাশিদা নামে এক কলেজছাত্রী। সে উপজেলার রাধানগর ইউপির কবিরাজ পাড়ার আবদুল হাকিমের মেয়ে। মেয়েটি সেই দিন তার দুলাভাই রাজশাহী কোতোয়ালি থানার চব্বিশ হাজারীর মোক্তার হোসেনের সঙ্গে চা-নাস্তা খেয়ে নিখোঁজ হয়ে যায়। রাশিদার ভাই আদিবুল ইসলাম বাদি হয়ে গত ৪ অক্টোবর একটি অপহরণ মামলা দায়ের করেন। এতে নূর মোহাম্মদকে আসামি করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এ ব্যাপারে বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি আখতারুজ্জামান প্রধান জানান, মামলাটি স্পর্শকাতর, তদন্ত চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সে নিরাপরাধ হয়ে থাকে অবশ্যই আইনের মাধ্যমে ছাড়া পাবে।

সর্বশেষ খবর