বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সড়কে ব্যারিকেড দিয়ে গণছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়িয়া-গহেরপুর সড়কে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা প্রতিবন্ধীসহ ৭ পথচারীকে কুপিয়ে জখম করে নগদ টাকাসহ মোবাইল ফোন নিয়ে যায়। আধা ঘণ্টা ধরে ছিনতাইকারীরা এ তাণ্ডব চালায়। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পথচারী ও করিমন চালক শহিদুল ইসলাম জানান, সরোজগঞ্জ বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পথে পাঁচকবর এলাকায় ১০-১২ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তার করিমনটি ছিনিয়ে নেয়। পরে হাত-পা বেঁধে তাকে পার্শ্ববর্তী মাঠে ফেলে রাখে। এরপর ছিনতাইকারীরা করিমন দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। পরে ফকির চাঁদ, রফিকুল ইসলাম ও প্রতিবন্ধী জমির আলীসহ কয়েকজন পথচারীরকে মারধর করে তাদের মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

সর্বশেষ খবর