Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ অক্টোবর, ২০১৬ ২৩:৪২
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যানজট
মুন্সীগঞ্জ প্রতিনিধি

নাব্যতা সংকট নিরসন হচ্ছে না শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে গতকাল সারাদিন গাড়ির দীর্ঘ সারি দেখা দেয়। অপরদিকে, মহররম ও পূজার ছুটি থাকায় ওই  নৌপথে যানবাহনের চাপও বেড়ে গেছে। ধীর গতিতে ফেরি চলাচল ও স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরিগুলো নৌপথ পাড়ি দেওয়ায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট লেগে আছে। শিমুলিয়া ঘাটে প্রায় ৭ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তে থাকে যা সারাদিন অব্যাহত ছিল।

এই পাতার আরো খবর
up-arrow