বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পৌরসচিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়ডাঙ্গা পৌরসচিব কাজী শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পৌরসভার ইপিআই আফরোজা পারভীনের করা মামলায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গতকাল এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, পৌরসভার ইপিআই সুপার আফরোজা পারভীন ২০১০ সাল থেকে কর্মরত। শুরু থেকেই পৌরসচিব কাজী শরিফুল বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন। প্রথমে মৌখিকভাবে তিনি পৌর মেয়রের কাছে অভিযোগ করলে তৎকালীন মেয়র শরিফুলকে সতর্ক করে দেন। গত ১২ জুলাই আফরোজার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে তাকে মারধর করেন সচিব। পৌরসচিবের দাবি, ষড়যন্ত্র ও হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে। এরআগে তার বিরুদ্ধে পৌর পরিষদে করা অভিযোগের রায় তার পক্ষে ছিল বলেও তিনি দাবি করেন।

সর্বশেষ খবর