বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জেএসএসের অপপ্রচার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার বিরুদ্ধে এক জেএসএস কর্মী অপপ্রচার চালিয়েছেন দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ। রাঙ্গামাটি আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজন, সম্পাদক প্রকাশ চাকমা, যুগ্ম সম্পাদ রুবেল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু।

সংবাদ সম্মেলনে প্রকাশ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী সুলন চাকমা বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের নমনি চন্দ্রের ছেলে। আমরা একই এলাকায় বড় হয়েছি। তার আর আমার রাজনৈতিক পরিচয় আলাদা। ২০১৪ সালের পর সুলনের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। গত সোমবার চট্টগ্রামে অবৈধ অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে আটক হন সুমন। আটকের পর পুলিশের কাছে আমার সম্পর্কে ষড়যন্ত্রমূলক জবানবন্দি দেন। যা মোটেও সত্য নয়। আমি সুলেনকে রিমান্ডে নিয়ে সঠিক তথ্য বের করে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’ জেলা ছাত্রলীগ সভাপতির ভাষ্য, ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটা জেএসএসের অপচেষ্টা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সর্বশেষ খবর