শিরোনাম
বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভুল চিকিৎসায় স্কুল ছাত্রের মৃত্যু, আটক ১

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মা ও শিশু প্রা. হাসপাতালে মো. সিয়াম (১০) নামে এক শিশুর ভুল চিকিৎসায় মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই ২ চিকিৎসক পলাতক রয়েছেন। আটক করা হয়েছে হাসপাতালের পরিচালক শহীদুল ইসলাম রানাকে। গতকাল সকালে ওই হাসপাতালে অপারেশন করার সময় শিশু সিয়ামের মৃত্যু হয়। নিহত সিয়াম রায়পুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের মধুপুর গ্রামের প্রবাসী আমীর হোসেনের ছেলে ও সোনাপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত শিশু সিয়ামের মা পারভীন বেগম বলেন, ছেলের পেটে ব্যথা করলে হাসপাতালে নিয়ে আসি। এপেন্ডিসাইটিস হয়েছে বলে ডাক্তার অপারেশন করে। এ সময় তার মৃত্যু হয়। মায়ের অভিযোগ ভুল চিকিৎসা হওয়ার কারণে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করে। তাত্ক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হাসপাতালের পরিচালককে আটক করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশু মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর