বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

৮৪ মণ্ডপে ৬ লাখ টাকার চেক হস্তান্তর

গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে মহানগরের ৫৭টি ওয়ার্ডের ৮৪ পূজা মণ্ডপে প্রায় ছয় লাখ টাকার চেক হস্তান্তর করেন সিটি মেয়র আসাদুর রহমান কিরণ। গত দুই দিন ধরে চেক হস্তান্তরের কার্যক্রম চলে। প্রতিটি মণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শনকালে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চেক তুলে দেন।—টঙ্গী প্রতিনিধি

অর্ধকোটি টাকার কাপড় উদ্ধার

জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত এলাকার খাসপাহানন্দা গ্রামের একটি বাড়ি থেকে ৫০ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দেড় হাজার পিচ ভারতীয় শাড়ি, থ্রি-পিচ ও শার্ট পিচ কাপড় উদ্ধার করেছে বিজিবি। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের হয়েছে।—জয়পুরহাট প্রতিনিধি

পৌর সুপার মার্কেটের দেয়ালে ফাটল

প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পৌর সুপার মার্কেটের দেয়ালে ফাটল ধরেছে। ছাদ চুয়ে পানি ঝরছে। অপরদিকে, গোদে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে শহরের কয়েকটি প্রধান সড়কের নির্মাণ কাজের মন্থরগতি।

মার্কেটের ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, ১৪৫টি দোকানের বেশির ভাগ দোকানের দেয়ালে ফাটল ধরেছে। এ কারণে রাস্তা দিয়ে ভারি যানবাহন চললেই দেয়াল কেঁপে ওঠে। পৌরসভার সহকারী প্রকৌশলী দুদু মিয়া জানান, দেয়ালে ফাটল ধরতেই পারে। এতে মূল ভবনের কোনো ক্ষতি হবে না। —নীলফামারী প্রতিনিধি

চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা আটক

অপহরণ ও চাঁদাবাজি মামলায় নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে জিনারদীর রাবান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজাদ দক্ষিণ পারুলীয়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।  পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অপহরণ ও চাঁদাবাজি মামলায় আটকের পর আজাদকে আদালতে প্রেরণ করা হয়েছে। —নরসিংদী প্রতিনিধি

পৌরসচিবের বিরুদ্ধে পরোয়ানা

চুয়ডাঙ্গা পৌরসচিব কাজী শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পৌরসভার ইপিআই আফরোজা পারভীনের করা মামলায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গতকাল এ আদেশ দেন। পৌরসচিবের দাবি, ষড়যন্ত্র ও হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে। এরআগে তার বিরুদ্ধে পৌর পরিষদে করা অভিযোগের রায় তার পক্ষে ছিল বলেও তিনি দাবি করেন।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডাকাতের কোপে গৃহকর্তা আহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে আলী আহাম্মদ (৬৫) নামে এক গৃহকর্তাকে  কুপিয়ে জখম করে ডাকাতরা। এ সময় ডাকাতরা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।  সোমবার গভীর রাতে রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের প্রবাসী কামরুল ইসলাম ও আলী আহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহকর্তাকে রামগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, ৬/৭ জনের ডাকাত দল কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে প্রথমে প্রবাসী কামরুল ইসলাম ও পার্শ্ববর্তী আলী আহম্মেদের ঘরে ডাকাতি করে। এ সময় বাধা দিলে গৃহকর্তা আলী আহম্মদকে কুপিয়ে ডাকাতরা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। এ সময় উভয় বাড়ি থেকে নগদ ৮ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। সকালে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

—লক্ষ্মীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর