শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মানিকগঞ্জে এসি রবিউলের ম্যুরাল উন্মোচন

গুলশানে জঙ্গি হামলায় নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে নিহত গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম কামরুলের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইনসের প্রধান ফটকে এ ম্যুরাল উন্মোচন করেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, রবিউলের মা করিমুন্নেসা, তার সহধর্মিণী উম্মে সালমা, দুই শিশু সন্তান সাজিদুল করিম ও কামরুন নাহার এবং ছোট ভাই সামসুজ্জামান উপস্থিত ছিলেন। পুলিশ লাইনসের মূল গেটের নামকরণ হয় ‘শহীদ সিনিয়র এসি রবিউল করিম গেট’। প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ নভেম্বর মানিকগঞ্জের কাটিগ্রামে জন্মগ্রহণ করেন রবিউল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করে চলে যান ইতালি। ২০১২ সালে ৩০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ৩ জুন বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে যোগ দেন। প্রশিক্ষণ শেষে তিনি র‌্যাব-৩-এ দায়িত্ব পালন করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় যোগদান করেন। গত ১ জুলাই হলি আর্টিজানে জিম্মি উদ্ধার অভিযানে জঙ্গিদের নিক্ষিপ্ত গ্রেনেডে গুরুতর আহত হন। ২ জুলাই রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সাহসী পুলিশ কর্মকর্তা। রবিউল ছিলেন একজন সমাজসেবীও। তিনি এলাকায় গড়ে তোলেন শিশুদের জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান। সাধারণ শিশুদের জন্য গড়ে তোলেন নজরুল বিদ্যাসিঁড়ি নামের অন্য একটি প্রতিষ্ঠান। তার নিজের রেশনের সব পণ্যই তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের জন্য ব্যয় করতেন।

সর্বশেষ খবর