শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ভুয়া মুক্তিযোদ্ধা বাছাই

তদন্ত কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত পাঁচজনের গেজেট বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত যাচাই-বাছাই কমিটির প্রধানসহ দুই সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া পাঁচ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রভাব বিস্তার করে তদন্ত প্রভাবিত করার অভিযোগ তুলে তদন্ত কার্যক্রম প্রত্যাখ্যান করেছেন মুক্তিযুদ্ধকালীন বরিশাল সাব সেক্টরের সেকেন্ড ইন কমান্ড এম এ হক বীরবিক্রমসহ অন্য সাক্ষীরা। এম এ হক বীরবিক্রম ও মুক্তিযোদ্ধা সোহরাব খান অভিযোগ করে বলেন, তদন্ত কমিটি আবেদনকারী ও সাক্ষীদের অবহিত না করে অভিযুক্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগসাজশে গত ৯ অক্টোবর তদন্তের দিন ধার্য করেন।  ওই দিন অভিযুক্তরা তদন্ত কমিটির সামনে হাজির হন। অনুপস্থিত ছিলেন আবদুর রহমান খানসহ দুজন। এম এ হক ও সোহরাব খানের অভিযোগ, অভিযুক্তরা ঘুষ বাণিজ্যের মাধ্যমে পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা করেছে। ফলে কমিটির তদন্তে ইতিবাচক প্রতিবেদন আসবে না বলে আশঙ্কা তাদের। এ কারণে তারা ওই তদন্ত কার্যক্রম প্রত্যাখ্যান এবং উচ্চপর্যায়ের কমিটি দিয়ে অভিযোগ পুনঃতদন্ত দাবি করেন। তদন্ত কমিটির প্রধান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সদস্য উপজেলা সমবায় কর্মকর্তা এসএম ফরিদউদ্দিন বলেন, তারা কেবল বাদী ও বিবাদীসহ পক্ষে-বিপক্ষের সাক্ষ্য নিয়েছেন। তদন্ত এখনো শেষ হয়নি। আগেই অভিযোগকারী ও সাক্ষীরা কি করে বুঝলেন তাদের তদন্ত সঠিক হবে না।

সর্বশেষ খবর