শিরোনাম
শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পার্বত্য তিন জেলায় হরতাল পালিত

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

জাতীয় সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন পাস করার প্রতিবাদে পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বাঙালিদের পাঁচটি সংগঠন। সংগঠনগুলো হলো— পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি শ্রমিক ঐক্য পরিষদ। একই দাবিতে আগামী রবিবারও এ তিন জেলায় ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচি পালিত হবে। গতকাল হরতালের সমর্থনে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করতে দেখা গেছে। তবে নাশকতা এড়াতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। শহরের সব দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার বা অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করেনি। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি ছয়টি উপজেলায় লঞ্চ। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।

এদিকে খাগড়াছড়িতে হরতাল চলাকালে দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আহত হন এক সাইকেল আরোহী। এ ছাড়া হরতালে জেলার দোকানপাট ও দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ ছিল। দফায় দফায় শহরে মিছিল করে হরতালকারীরা। সহিংসতা এড়াতে মাঠে ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর