শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভারি বর্ষণে হুমকিতে শহররক্ষা বাঁধ

রাঙামাটি প্রতিনিধি

প্রবল বর্ষণে কাপ্তাই লেকে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে রাঙামাটি শহররক্ষা বাঁধ। যে কোনো সময় বাঁধটি তলিয়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। জানা যায়, ১৯৬৪ সালে রাঙামাটি শহররক্ষা বাঁধটি নির্মাণের পর একবারও তা সংস্কার না হওয়ায় ক্রমেই বেহাল হয়ে পড়ে। রাঙামাটি পৌর মেয়র  বলেন, বাঁধটি সংস্কারের জন্য পানি সম্পদ মন্ত্রণায়লায়ে জানানো হয়েছে। লালমনিরহাট ডুবে গেছে ৪২ চর : চার দিনের টানা বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। গতকাল বিকালে তিস্তার ব্যারেজ পয়েন্টে  ডুবে গেছে বাঁধ এলাকার উজান ও ভাটির ৪২টি চর।

সর্বশেষ খবর