শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাল্যবিয়ে থেকে রক্ষা তিন স্কুলছাত্রীর

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই সদর ইউনিয়নের ডেমরান গ্রামের তানিয়া, হালিমা ও সোনিয়া নামে তিন স্কুলছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল তাদের বিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ের আয়োজনকারী তিন কনের পরিবারকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। তবে ধামরাইয়ের দেওনাই গ্রামে ইউএনওর নিষেধ অমান্য করেই মুক্তা নামে আরেক স্কুলছাত্রীর বিয়ে হয়েছে বলে জানা গেছে। জানা যায়, স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তানিয়া (১৩), সপ্তম শ্রেণির হালিমা আক্তার (১৪) ও নবম শ্রেণির সোনিয়ার (১৫) বিয়ের দিন ছিল গতকাল। বর আসার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধামরাই সদর ইউপি চেয়ারম্যান তিন বাড়িতে পর্যায়ক্রমে গিয়ে পরিবারকে বাল্যবিয়ের কুফল তুলে ধরেন।

সর্বশেষ খবর