শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কারখানায় শ্রমিকের মৃত্যু বিক্ষোভ উত্তেজনা

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কর্তৃপক্ষের অবহেলায় তাসলিমা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জামগড়ার বেরন এলাকার ‘উইন্ডি গ্রুপ লিমিটেড’ কারখানার ভিতরে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে ওই দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা জানান, গতকাল সকালে তাসলিমা কারখানায় কাজ শুরু করেন। দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারখানার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ছুটি দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কারখানার লাইন চিফ আলম মিয়া তাকে ছুটি না দিয়ে কাজ শুরু করতে বলেন। এর কিছু সময় পরই কারখানার ভিতরে আবার অসুস্থ হয়ে পড়েন তাসলিমা। আশঙ্কাজনক অবস্থায় পাশের হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। একাধিক শ্রমিক অভিযোগ করেন, ‘উইন্ডি’ কারখানার ভিতরে কোনো শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাদের ছুটি দেয় না। কয়েক মাস আগে ছুটি না দেওয়ায় সুফিয়া নামে এক শ্রমিক মৃত সন্তান প্রসব করেছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা। আশুলিয়া শিল্পপুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিক নিহত ও বিক্ষোভের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর