শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সড়কে ছয় জেলায় ৯ প্রাণহানি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা, দিনাজপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুরে বাস উল্টে আহত হয়েছেন ৪০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর—

গাইবান্ধা : গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুজন নিহত হয়েছেন। বগুড়া-ঘোড়াঘাট দিনাজপুর আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার কাইয়াগঞ্জ গ্রামের মৃত বাশারত আলীর ছেলে জহুরুল ইসলাম ও উপজেলার  বাগদা কলোনির  রাবেয়া খাতুন। গোপালগঞ্জ : বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  গোপালগঞ্জে সিরাজ খান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের কাজুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ খানের বাড়ি কোটালীপাড়া উপজেলার পদনারপাড় গ্রামে। লালমনিরহাট : লালমনিরহাটের  জোড়াবান্ধা নামক এলাকায় কুড়িগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালকের সহকারী নীলকমল নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টা দিকে সদর উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের জুরাবান্ধা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নওগাঁ : সাপাহারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক সেলিম নামের এক যুবকের মৃত্যু ও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিশ্চিতপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃত চালক সেলিম উপজেলার ভাগপারুল গ্রামের আ. সালামের ছেলে। দিনাজপুর : নবাবগঞ্জে পাথর বোঝাই ট্রাক ও নশিমন উল্টে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জে পাথর বোঝাই ট্রাক উল্টে  মোঃ আব্দুল মান্নান এবং মো. শাহজাহান নামে দুই মাছ ব্যবসায়ী এবং দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে নশিমন উল্টে চালক মো. জাকিরুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। নিহত মো. আব্দুল মান্নান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং মো. শাহজাহান একই গ্রামের মো. তাজুল মিয়ার ছেলে। অপরদিকে নিহত নশিমন চালক মো. জাকিরুল ইসলাম কাহারোলের সুন্দরপুর ইউনিয়নের শাহীনগর গ্রামের মো. মহসিন আলীর ছেলে। গতকাল ভোর ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জে মতিহারা নামক এবং অপরটি গতকাল দুপুর সাড়ে ১২টায় কাহারোলের সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ভাতগাঁও ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া : শিবগঞ্জ উপজেলার মহাস্থানে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। নিহত শাহিনুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার শব্দলদিঘি গ্রামের ইউনুছ ফকিরের ছেলে।  বৃহস্পতিবার রাতে উপজেলার মহাস্থান মাহীসওয়ার কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি গোল্ডলিফ সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান) হিসেবে কর্মরত ছিল। মাদারীপুর :   রাজৈরে পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে মহাসড়কের উপর যাত্রীবাহী বাস উল্টে ৪০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক‘শ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। গুরুতর আহতরা হলেন—আনোয়ার হোসেন, আবদুস সাত্তার, খালেক হাওলাদার, বাসের সুপারভাইজার রাজু, মেহেদী হাসান, জাহাঙ্গীর হোসেন, ফারুক তালুকদার, মোজাহিদ ইসলাম, নির্মল, দেলোয়ার, পারুল বেগম, তাসলিমা বেগম, হাওয়া বেগম, আবদুল জব্বার, নুর মোহাম্মদ, ওয়ারেজ আলী , আলী আকবর, সুমন, রাব্বি। অধিকাংশ যাত্রী বরিশাল, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, গৌরনদী ও উজিরপুর এলাকার।

সর্বশেষ খবর