শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

হাতীবান্ধায় বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর সিংগীমারিতে বালুর বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাটসহ অর্ধশতাধিক ঘরবাড়ি। এছাড়া গত চার দিনে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাউবো ও এলাকাবাসী জানায়, তিস্তার পানির প্রবল তোড়ে সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৫ গ্রামের শতাধিক পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ধান ক্ষেতসহ অনেক ফসলি জমি। গত ২৪ ঘণ্টার ভাঙনে অর্ধ-শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল বিকালে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পাউবো কর্মকর্তা প্রকৌশলী মুস্তাফিজুর রহমান।

হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফৌরদোস আলম জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

সর্বশেষ খবর