শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে শুরু হয়েছে শুঁটকি আহরণ মৌসুম

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে শুরু হয়েছে শুঁটকি আহরণ মৌসুম

শুঁটকি বাছাই করছেন শ্রমিকরা (ফাইল ফটো)

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলাসহ ১৪টি চরে গতকাল থেকে শুরু হয়েছে শুঁটকি আহরণ মৌসুম। প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত সুন্দরবনের চরে চলে বঙ্গোপসাগর থেকে শুঁটকির জন্য মাছ আহরণ। গত বছর পূর্ব বনবিভাগ শুঁটকি আহরণ মৌসুমে ৯ হাজার ৮৩৮ জন জেলের কাছ থেকে ১ কোটি ৭০ লাখ ৮৮৫ টাকা রাজস্ব আদায় করলেও চলতি শুঁটকি মৌসুমে রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই কোটি টাকা। এ বছর পূর্ব সুন্দরবন বিভাগ থেকে শুঁটকি আহরণকারী জেলে ও বহরদাররা পাস-পারমিট নিয়ে গতকাল বাদজুমা নৌকা যোগে রওনা দেয় সুন্দরবনের দুবলারচরে শুঁটকি পল্লীর উদ্দেশে। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর