Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ অক্টোবর, ২০১৬ ০০:১৫
পদ্মায় নৌকাডুবি
দুই স্কুলছাত্র নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তারা হলো শিবগঞ্জ উপজেলার জিতপুর ইউনিয়নের আনারুল ইসলামের ছেলে টনিক (১৫) ও বকুলের ছেলে রিংকু (১৬)। তারা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৮ কিশোর নৌকায় চড়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে প্রবল সে াতে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় টনিক ও রিংকু নদীতে তলিয়ে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠে। শুক্রবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। দমকল বাহিনীর কর্মীরা তাদের সন্ধান চালিয়ে যাচ্ছে।

তিস্তা থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি জানান, তিস্তা নদীতে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ কৃষক মকবুল হোসেনের (২৮) মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল সকালে তিস্তা নদীর ঝাড়সিংহেশ্বর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। মকবুল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আজহার আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে ৪০ জন কৃষক ঘাস কেটে নৌকাযোগে ফিরছিলেন। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। নৌকার ৩৯ আরোহী সাঁতরে পাড়ে পৌঁছাতে পারলেও মকবুল নিখোঁজ হন।

এই পাতার আরো খবর
up-arrow