শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দিনাজপুর শহরের কয়েকটি সড়ক যেন মরণফাঁদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের কয়েকটি সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। একই সঙ্গে গত কয়েক দিনের বৃষ্টিপাতে সড়কে যান চলাচল ও সাধারণ মানুষের হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কে মাঝে-মধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দিনাজপুর শহরের লিলিমোড় থেকে বালুয়াডাঙ্গা হয়ে কাঞ্চন ব্রিজ রোডে প্রায় এক কিলোমিটার সড়ক ছোট-বড় খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে থাকে। এ ছাড়া আশপাশের ঘরবাড়ির ব্যবহূত পানিও সড়কটিতে আটকে থাকে। একই অবস্থা রামনগর-বাঙ্গিবেচা রোডের মামুনের মোড় থেকে লালঘর মোড় পর্যন্ত সড়কটির। এ ছাড়া শহরের ঘাষিপাড়া বটতলা মোড় থেকে ষষ্টীতলা ও ইকবাল উচ্চবিদ্যালয় থেকে পাহাড়পুর মোড় পর্যন্ত সড়কের স্থানে স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে যান চলাচলের অনুপযোগী পড়ে পড়েছে।

দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, অর্থ সংস্থানের ব্যবস্থা হলেই সড়কগুলো সংস্কার করা হবে।

সর্বশেষ খবর