শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ধামরাই পৌরসভার জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেন নির্মাণ

ধামরাই প্রতিনিধি

ধামরাই পৌরসভার জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেন নির্মাণ

ধামরাই পৌরসভার জলাবদ্ধতা নিরসনে ২ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ও সড়ক নির্মাণ কাজ —বাংলাদেশ প্রতিদিন

ঢাকার ধামরাই পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতার জনদুর্ভোগ লাঘব করতে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে পয়ঃনিষ্কাশনের জন্য পাইপ ড্রেন ও সড়ক প্রশস্ত করে তা পাকাকরণের কাজ। এর ফলে পৌর এলাকার কয়েকটি মহল্লা ও বাজারের পানি দ্রুত নিরসন হয়ে বংশী নদীতে চলে যাবে।

জানা গেছে, ধামরাই রথখোলা থেকে সীমা সিনেমা হল, বড় মসজিদ, কায়েতপাড়া ব্রিজ পর্যন্ত ও ঢুলিভিটা থেকে চন্দ্রাইল দাসপাড়া পর্যন্ত সড়ক ১০ ফুট থেকে ২১ ফুটে রুপান্তর করে তা পাকা ও আরসিসি পাইপ ড্রেন নির্মাণ কাজ করে ওই এলাকার পয়ঃনিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণের কাজ চলছে। সেখানে সামান্য বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতো। যার ফলে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, জনসাধারণ চলাচলে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হতেন।

ধামরাই পৌর মেয়র গোলাম কবির জানান, মেয়র নির্বাচিত হয়েই প্রথমে পৌর এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেছি। এখন জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে কাজ করা হবে।

সর্বশেষ খবর