শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নিখোঁজের সাত দিন পর মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল গ্রামের ভাওয়াল বন থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ এ সময় তিন যুবককে গ্রেফতার করে। নিহত মনিরুজ্জামান (৪৩) কুমিল্লার গৌরীপুর এলাকার অধিবাসী। পিঙ্গাইলের রাজেন্দ্র ইকো রিসোর্টে তিনি খাবারের কাঁচাবাজার সরবরাহ করতেন। কয়েক বছর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় সপরিবারে বসবাস করতেন। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন পিঙ্গাইল পূর্বপাড়ার ফটিকচন্দ্র বর্মণের ছেলে লিটনচন্দ্র বর্মণ (১৯), কাপাসিয়া উপজেলার চক বড়হর নতুন বাজারের অতুলবাবুর ছেলে প্রদীপবাবু (১৯) ও তাদের সহযোগী প্রদীপ বর্মণ (১৯)। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ৬ অক্টোবর মনিরুজ্জামান নিখোঁজ হন। ১০ অক্টোবর তার ভাই কাওসার আহম্মেদ পুলিশ সুপারের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মনিরুজ্জামানের ব্যবহূত মোবাইল ফোনের সূত্র ধরে ওই এলাকায় অভিযান চালানো হয়। প্রথমে লিটন বর্মণকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী ১৩ অক্টোবর পিঙ্গাইলের রাজেন্দ্র রিসোর্ট রোডের পাশের গজারী বন থেকে মনিরের লাশ উদ্ধার করা হয়। পরে আরও দুজনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়। নিহত মনিরুজ্জামানের মোবাইল ফোন ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে মাদক ও একটি রিসোর্টে কাঁচাবাজার সরবরাহ করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। এ ছাড়াও তিনি জঙ্গি দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর