Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০৮
সম্মেলন ঘিরে কুমিল্লা আওয়ামী লীগে উৎসবের আমেজ
কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলন ঘিরে জেলা আওয়ামী লীগের কার্যালয়, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে আলোকসজ্জা করাসহ বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। এ সম্মেলনের মাধ্যমে দলটিতে নতুন কোনো মুখ আসছে কিনা বা কুমিল্লার কেউ পদ পাচ্ছেন কিনা তা নিয়েও চলছে আলোচনা। এছাড়া জেলাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান ছেয়ে গেছে বিলবোর্ড। এতে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র। এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীর মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্দেশনায় নগরীকে সাজানো হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow