Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ অক্টোবর, ২০১৬ ০০:১১
শেরপুরে বিএনপি মেহেরপুরে জাপার সম্মেলন
প্রতিদিন ডেস্ক

শেরপুরে বিএনপি, মেহেরপুরে জাতীয় পার্টি এবং বরগুনায় জাতীয় যুব সংহতি সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর : দীর্ঘ প্রতিক্ষার পর গতকাল শেরপুর জেলা বিএনপির প্রতিনিধি সভা হয়েছে। শিল্পকলা একাডেমিতে সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট ওয়ারেছ মামুন ও শরীফুল ইসলাম। স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করে বলেন— কেন্দ্রের কোনো চাপিয়ে দেওয়া কমিটি নয় স্ব স্ব স্থানে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। মেহেরপুর : জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির (এরশাদ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আবদুল হামিদের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি ছিলেন শুনিল শুভ রায়। বিশেষ অতিথি ছিলেন  শফিকুল ইসলাম, হারুন অর রশিদ, সুমন আহমেদ, মিজানুর রহমান, আবুল কাশেম, শাহরিয়ার জামিল। বরগুনা : বরগুনায় জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। হানিফ হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন।

এই পাতার আরো খবর
up-arrow