রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রেলের বেদখল জমি উদ্ধারে মাইকিং

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলের বেদখল জমি উদ্ধারে মাইকিং করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার ঢাকার বরাত দিয়ে গতকাল উপজেলা শহরে মাইকিং করা হয়। এতে শ্রীমঙ্গলে রেলওয়ের ভূ-সম্পত্তি যাদের অবৈধ দখলে রয়েছে তাদের ১৬ অক্টোবরের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা স্থাপনা সরিয়ে নিতে ব্যর্থ হলে ১৭ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর রেলের বিভাগীয় এস্টেট অফিসার এসএম রেজাউল করিম স্বাক্ষরিত রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বরাবর পত্র পাঠানো হয়। পত্রে ১৭ অক্টোবর শ্রীমঙ্গল রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচির দিন রেলভূমি সংরক্ষণ ও উচ্ছেদ জমিতে ফেন্সিং, সীমানা চিহ্নিত স্থানে খুঁটি, উপযুক্ত প্রতিনিধি ও পর্যাপ্ত লোকবল নিয়োগের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

সর্বশেষ খবর