রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

শিক্ষকের অপসারণ দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে নব কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের প্রধান শিক্ষক নজিবর রহমানের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, পকেট কমিটি, নারী হয়রানির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও ঝাড়ুমিছিল করেছেন। রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে গতকাল মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন— প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য ওসমান গনি বাবুল, বর্তমান কমিটির মফিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষিকা আখতারুন নেছা, অভিভাবক জামাল হোসেন প্রমুখ। পরে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

—রূপগঞ্জ প্রতিনিধি

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদের নেতৃত্বে সদর থানা, সরকারি বঙ্গবন্ধু কলেজ ও পৌর ছাত্রলীগের নেতারা জাতির জনকের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় জেলা ছাত্রলীগের শরীফুল ইসলাম মুন্না, থানা কমিটির শরিফুল ইসলাম সিকদার, মোল্যা রনি হোসেন কালু, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার এসএম দ্বীন ইসলাম, নিউটন মোল্যা, পৌর শাখার তরিকুল ইসলাম তারেকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। —গোপালগঞ্জ প্রতিনিধি

হাত ধোয়া দিবস উদযাপন

গাজীপুরের শ্রীপুরে এস কিউ গ্রুপের এস কিউ সেলসিয়াস লি. বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এস কিউ গ্রুপের আয়োজনে কারখানার সভাকক্ষে গতকাল দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রুবায়েত বিন আজিজ। সুন্দরভাবে হাত ধোয়ার সুফল সম্পর্কে আলোচনা করেন ডা. হুমায়ুন কবির। সার্বিক তত্বাবধানে ছিলেন মাঈনুল হক ও মমতাজ পারভীন। —শ্রীপুর প্রতিনিধি

শর্টফিল্ম তৈরি প্রশিক্ষণ কর্মশালা

চারদিনব্যাপী শর্টফিল্ম তৈরি প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিকালে নীলফামারীতে শেষ হয়েছে। শিল্পকলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহসান রহিম মঞ্জিল। সমাপনী অনুষ্ঠানে আরিফুজ্জামান আরিফ,  আবদুল বারী ও মনিরুল হাসান আপেল বক্তব্য রাখেন। বুধবার শুরু হওয়া প্রশিক্ষণে মৃদুল মামুন, আনোয়ারুল ইসলাম ও শাহীনুর আলম শাহীন রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন অংশ নেন। —নীলফামারী প্রতিনিধি

ট্রেনে কাটা পড়লেন যুবক

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে দুই কিলোমিটার দূরের পাঁচফোঁকট নামক স্থান থেকে গতকাল সকাল ১০টায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রফি মিয়া (২৪) ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। —চুয়াডাঙ্গা প্রতিনিধি

ফুলেল শুভেচ্ছা

নবগঠিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতারা। গতকাল দুপুরে নগরীর বাঘমারা রোডস্থ নিজ বাসায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের পক্ষে তারা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মো. শামসুল আলম খান, ওয়াদুদ আকন্দ দুদু, সিরাজউদ্দৌলা মঞ্জু, মজিবুর রহমান খান, গোলাম মোস্তফা, শরাফ উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, হুমায়ুন কবির হিমেল, সাকির আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। —ময়মনসিংহ প্রতিনিধি

অপপ্রচারের প্রতিবাদ

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির জামালপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল জেলা শহরের শহীদ হারণ সড়কে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের জামালপুর অঞ্চলের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। সমাবেশে বলা হয়, সরকারের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ১৬ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রচারণা চালাচ্ছে একটি মহল। —জামালপুর প্রতিনিধি

হাওর ও জলমহাল বিষয়ক সেমিনার

‘ভারত থেকে আসা উজানের অভিন্ন নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে সরকারের আরও কার্যকর ভূমিকা রাখা উচিত। শুধু তাই নয়, এই পানির ন্যায্য অধিকার আদায় ও সঠিক ব্যবহারে নাগরিক সমাজের অংশগ্রহণ সুনিশ্চিত করা প্রয়োজন।’ সিলেটে ‘হাওর, জলমহাল ব্যবস্থাপনা এবং অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের অধিকার’ বিষয়ক সেমিনারে প্যানেল আলোচকের বক্তব্যে এমন মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি-বেলা’র নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এএলআরডি, বেলা ও এফআইভিডিবি’র যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। —নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রেসক্লাবের কমিটি

মাগুরা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে শরীফ আমিরুল হাসান বুলু সভাপতি ও শামীম আহম্মেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের কমিশনার জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম গতকাল এ কমিটি ঘোষণা করেন।

—মাগুরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর