সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইলিশ ধরার দায়ে ৭৩ জেলের দণ্ড

প্রতিদিন ডেস্ক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে পাঁচ জেলায় ৭৩ জেলেকে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে আট শিশু জেলে রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজবাড়ী : গতকাল রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আটক ৩৬ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফি এই আদেশ দেন।  ভোলা : জেলার বিভিন্ন এলাকা থেকে ২৩ জেলে আটক, ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ২টি ট্রলার জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং বাকিদের অর্থদণ্ড দেওয়া হয়। পটুয়াখালী : শনিবার রাতে বাউফলের তেঁতুলিয়া নদী থেকে আটক ৮ শিশু জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।  ঝালকাঠি : নলছিটিতে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও ম্যাজিস্ট্রেট শাহ মো. কামরুল হুদা এই রায় দেন।  বরিশাল : জেলার কালাবদর ও জয়ন্তী নদী থেকে আটক দুই জেলেকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর