সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উচ্ছেদ ঠেকাতে চাঁদা!

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলের বেদখল জমিতে উচ্ছেদ ঠেকাতে চাঁদা তুলছেন দখলদাররা। এই টাকা দিয়ে উচ্ছেদ অভিযান ঠেকানো হবে। শহরের ভানুগাছ সড়কের প্রায় তিন একর জমির দখলে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমনটাই জানা যায়।

দখলদাররা বলেন, মন্ত্রণালয়ে তাদের লোক আছে। রবিবার (আজ) উচ্ছেদ করা হবে না এই মর্মে তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে। শুধু সীমানা নির্ধারণ করে লাল পতাকা লাগানো হবে। এই নিশ্চয়তা পেয়েই তারা টাকা তুলছেন। ইতিমধ্যে ৬৪ জনের একটি নামের তালিকা করে রেখেছেন দখলদাররা। উচ্ছেদ অভিযানে যারা আসবে তাদের কাছে আগেই এই তালিকা ও টাকা পৌঁছে দেওয়া হবে। তালিকা অনুযায়ী জনপ্রতি দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলা হচ্ছে। বিভাগীয় এস্টেট অফিসার এসএম রেজাউল করিম বলেন, টাকা তুলে কোনো লাভ হবে না। এখানে ধারাবাহিক উচ্ছেদ হবে। উল্লেখ্য, ১৭ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্রীমঙ্গলে রেলের জমিতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনার কথা রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর