সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুর গৃহশিক্ষকের কবরের নামফলক উন্মোচন

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহশিক্ষক মরহুম পণ্ডিত সাখায়েত উল্লার মৃত্যুর ৫২ বছর পর তার কবরের নামফলক উন্মোচন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জের ওয়াপদা এলাকায় পারিবারিক কবরস্থানে আনুষ্ঠানিকভাবে ওই গৃহশিক্ষকের কবরের নামফলক উন্মোচন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক মো. শামছুল ইসলাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে এই তথ্য পেয়ে ‘গণকবর উন্নয়ন প্রকল্পের আওতায়’ দুই লাখ টাকা ব্যয়ে এ কবরটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। ১৯৬৪ সালে ওই শিক্ষক মৃত্যুবরণ করেন বলে পরিবার সূত্রে জানা যায়। এ সময় মরহুম গৃহশিক্ষক ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর