সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ফি না দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৬ শিক্ষার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি

বেতন-ফি না দেওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী শিংপাড়া উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি নির্বাচনী পরীক্ষায় ১৬ শিক্ষার্থীকে অংশ নিতে দেয়নি প্রধান শিক্ষক। গতকাল শুরু হওয়া এ পরীক্ষা দিতে না পাড়ায় হতাশ হয়ে পড়েছেন শিক্ষার্থীসহ অভিভাবকেরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রধান শিক্ষক সব শিক্ষার্থীকে ডেকে বলেন যাদের মাসিক বেতন ও পরীক্ষার ফি বাকি আছে তাদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ সময় বেতন-ফি বকেয়া থাকায় ১৬ শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীরা বেতন না দিলে বিদ্যালয় কিভাবে চালাব। আগে নোটিস দিয়েছি, যে সব শিক্ষার্থী বেতন পরিশোধ করেনি তাদের পরীক্ষায় অংশ নিতে দেইনি।’ এক ছাত্রের বাবা জানান, আমরা গরিব মানুষ। কষ্ট করে ছেলে-মেয়েদের পড়ালেখা করাচ্ছি। ছেলের কয়েক মাসের বেতন দিতে পারিনি তাই তাকে পরীক্ষা দিতে দিল না স্যার। হয়তো এসএসসি পরীক্ষাও দিতে পারবে না। জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, ‘আমি বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করছি।’

সর্বশেষ খবর