সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

টিকা দেওয়ার পর শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

দিনাজপুর প্রতিনিধি

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার পর শিশু অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগ সাত সদস্যের তদন্ত টিম গঠন করেছে। ১২ অক্টোবর ডেপুটি সিভিল সার্জন ডা. রেজাউল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে বলে জানান সিভিল সার্জন অমলেন্দু বিশ্বাস। মৃত শিশুর বাবা ও পার্বতীপুরের হরিরামপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য মমিনুল হক জানান, ৪২ দিন বয়সী শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী পারভীন গত ১০ অক্টোবর মধ্যপাড়া টিকা কেন্দ্রে যান। ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মাগদালীনা টপ্পো শিশুটিকে বিসিজি টিকা পুশ করেন। এর পাঁচ মিনিট পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাত্ক্ষণিক ওই স্বাস্থ্য সহকারীর পরামর্শে তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটির কোনো চিকিৎসা না দিয়ে রংপুর মেডিকেলে রেফার্ড করেন। রংপুর নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে স্বাস্থ্য সহকারী মাগদালীনা টপ্পো কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর