সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পরীক্ষা দিতে পারেনি বখাটের হাঁসুয়ার কোপে আহত মরিয়ম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গতকাল শুরু হওয়া এসএসসির নির্বাচর্নী  পরীক্ষায় বসতে পারেননি বখাটে হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত ছাত্রী মরিয়ম। বিষয়টি নিশ্চিত করেছেন মরিয়মের মামা আবদুল কাদের। চলতি বছরের ২৭ মে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেহুলা অরুণবাড়ী গ্রামের মোকবুল হোসেনের মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মরিয়মসহ চার বান্ধবী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথে বখাটে মালেক চারজনকেই কুপিয়ে জখম করে। এতে মারা যান কনিকা রানী দাস। মরিয়মের ডান হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাতের অস্ত্রোপচার করে কোনো রকমে জোড়া লাগানো হয়েছে। দীর্ঘ চিকিৎসা শেষে ২৬ সেপ্টেম্বর মরিয়ম বাড়ি ফিরেছেন। কিন্তু হাত অকেজো থাকায় শত ইচ্ছা থাকলেও পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি।

সর্বশেষ খবর