সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

সন্ত্রাসীদের বাধায় কারখানার নির্মাণকাজ বন্ধ

চিহ্নিত সন্ত্রাসীদের বাধার মুখে বিদেশি বিনিয়োগকৃত ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের নির্মাণকাজ বন্ধ রয়েছে। গত ২৬ আগস্ট এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও গতকাল পর্যন্ত পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা স্থানীয় মফিজ উদ্দিন তার পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে আছেন। স্বরাষ্ট্র সচিব, র‌্যাব-১৪ ও র‌্যাব-১ এর কাছে ওই কোম্পানির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল আশরাফ উদ্দিন আহমেদের দেওয়া অভিযোগে জানা গেছে, চাঁদার দাবিতে একদল সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে তার কোম্পানিতে হামলা চালায়। ওই সময় তিনজন বিদেশি উপস্থিত ছিলেন। পরে স্থানীয় গণমাধ্যমের কয়েকজন কর্মী ও পুলিশ তাদের উদ্ধার করে। —ভালুকা প্রতিনিধি

কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের কয়েদি বাদল মিয়ার মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুরের মদনা এলাকার ইসাহাক আলীর ছেলে। মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি গত ২৯ সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আসেন। কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, রবিবার ভোরে বাদল মিয়া হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসার জন্য প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।—গাজীপুর প্রতিনিধি

বিনামূল্যে প্রশিক্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘দ্যা টেক ল্যাব’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে এক দিনের বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা ভুলতার স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে গতকাল শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি সম্পর্কে আলোচনা ও বিভিন্ন বিষয় শেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন— মুক্তিযোদ্ধা আমির হোসেন, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সাংবাদিক মনির হেসেন মনু, জাহাঙ্গীর আলম হানিফ প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি

ঢাকার আশুলিয়া সাব রেজিস্ট্রার গাজী আবু হানিফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে গতকাল দলিল লেখকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় সৃষ্টি হয় তীব্র যানজট। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, সাব রেজিস্ট্রারের অনিয়ম বন্ধ না হওয়া ও তাকে অপসারণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

—আশুলিয়া প্রতিনিধি

গাসিক মেয়রকে সংবর্ধনা

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়ছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সিটি মেয়র আসাদুর রহমান কিরণকে সহ-সভাপতি মনোনীত করায় টঙ্গী জোনের কাউন্সিলর ও অফিস কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এমএম হেলাল উদ্দিন, এবিএম সিদ্দিকুর রহমান খান, গিয়াস উদ্দিন সরকার, আবুল হোসেন, মজিবুর রহমান, শিরিন আক্তার প্রমুখ।—টঙ্গী প্রতিনিধি

ছাত্রদলের অবস্থান কর্মসূচি

দীর্ঘ ১৪ বছর পর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেত্রকোনায় পদবঞ্চিত নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বিকালে চকপাড়া জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের বাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন, সারোয়ার আলম এলিন, মাজাহারুল ইসলাম জিপু, এম এ সাইদ ইমরানসহ অন্যরা। —নেত্রকোনা প্রতিনিধি

বিতর্ক প্রতিযোগিতা

টাঙ্গাইলের সখীপুরে ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ডাকবাংলো মাঠে শাহীন ক্যাডেট স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, টাঙ্গাইলের পৌরমেয়র জামিলুর রহমান মিরন, ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, শাহীন আল-মামুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহাম্মদ মাছুদুল আমিন শাহীন।

—সখীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর