সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বকেয়া দাবিতে থানা গেটে শ্রমিক বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী দত্তপাড়া বনমালা এলাকায় ‘দিহান এ্যাপারেলস’ কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। টঙ্গী থানা গেটে গতকাল রাতে এ বিক্ষোভ করেন তারা। হামিদা, সোনিয়াসহ কয়েক শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রম আইনানুযায়ী বেতন-ভাতা না দিয়েই লে-অফ ঘোষণা করে। বেতন দেই দিচ্ছি বলে না দেওয়ার পাঁয়তারা করছেন। গতকাল পাওনাদি দেওয়ার কথা থাকলেও তা না পেয়ে রাত ৮টায় শতাধিক শ্রমিক টঙ্গী থানার মূল ফটকে বিক্ষোভ করেন। শ্রমিকরা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী বেতন ভাতা আটকে রেখেছেন। এমনকি শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহারও করেছেন। বেতন-ভাতা আটকে রাখার বিষয়টি অস্বীকার করে আলী বলেন, বেতন পরিশোধ করতে একটু সময় লাগবে। মালিকের কাছে টাকা নেই, মেশিন বিক্রি করে টাকা দিতে হবে।

সর্বশেষ খবর