Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

প্রকাশ : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৮ অক্টোবর, ২০১৬ ০৩:১৮
কুমিল্লায় শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা
কুমিল্লা প্রতিনিধি

কুমিলস্নার বুড়িচং উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রী তানিয়া বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তানিয়া বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের শহিদ উল্লাহর মেয়ে। তানিয়ার মা জানান, উপজেলার ভারেল্লা শাহ নুরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তানিয়া। তুচ্ছ বিষয়ে সোমবার দুপুরে শিক্ষক হাবিবুর রহমান তাকে স্কুলে বেদম বেত্রাঘাত করে। অপমানে তানিয়া পাশের বাজার থেকে বিষ এনে খেয়ে ফেলে। তাকে প্রথমে স্থানীয় ক্লিনিক পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় তানিয়ার অবস্থার অবনতি হলে  ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

up-arrow