বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি

প্রতিদিন ডেস্ক

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেক কাটা, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। প্রতিনিধিদের পাঠানো খবর— রংপুর : দুপুরে নগরীতে আনন্দ র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাকিবুল হাসান কানন, শামিম সরদার, জিন্নাত হোসেন লাভলু, আবু হোসেন প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : জেলার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবু জাফর। অন্যদিকে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা, জাতীয় পতাকা অঙ্কন, জাতীয় সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নীলফামারী : শিশু একাডেমি মিলনায়তনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। পরে আলোচনা সভায় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ বক্তব্য দেন। মাগুরা : জেলা শিশু একাডেমি শিল্পকলা ভবনে শিশুসমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী সকালে শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। মুন্সীগঞ্জ : জেলা শিশু একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মৃণালকান্তি দাস এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মো. শহিদুল ইসলাম প্রমুখ।

ধামরাই : ঢাকার ধামরাইয়ে স্থানীয় এমপি এম এ মালেক ও পৌরসভার উদ্যোগে পৌর মেয়র গোলাম কবির পৃথক স্থানে গতকাল শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন পালন করেছেন। এ উপলক্ষে দুই স্থানেই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। পরে উভয় স্থানে কেক কেটে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রার সভাপতিসহ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর