বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ফোর্টনগর সেতু শেখ রাসেলের নামে করার দাবি

ধামরাই প্রতিনিধি

ফোর্টনগর সেতু শেখ রাসেলের নামে করার দাবি

বংশী নদীর ওপর নির্মিত সেতু

ঢাকার ধামরাইয়ে গতকাল পৌর মিলনায়তনে বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন পালন অনুষ্ঠানে পৌরমেয়র গোলাম কবির ধামরাইয়ের ঐতিহ্যবাহী বংশী নদীর ওপর নির্মিত ফোর্টনগর সেতুটি শহীদ শেখ রাসেলের নামে নামকরণের প্রস্তাব করেন। প্রস্তাবে সাড়া দিয়ে সাবেক এমপি ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রার সভাপতি বেনজীর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, প্যানেল মেয়র শহীদুল্লাহ, সাহেব আলীসহ নেতা-কর্মীরা তা বাস্তবায়নের জোর দাবি জানান।

মেয়র জানান, ২০০৯ সালের ৯ ডিসেম্বর ধামরাইয়ে বেতারের মহাশক্তি প্রেরণ কেন্দ্রের শক্তিশালী ট্রান্সমিটার প্রতিস্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর